Game

2 weeks ago

Premier League::প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষে উঠে এল লিভারপুল

Liverpool topped Manchester City
Liverpool topped Manchester City

 

লিভারপুল, ২৯ সেপ্টেম্বর : উলভারহ্যাম্পটনকে ২–১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল আর্নে স্লটের দল। এদিন পরপর দুটো ম্যাচ ড্র করা ম্যানচেস্টার সিটি শীর্ষস্থানের সুযোগ হারালো।তবে প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়া উল্ভসের বিরুদ্ধে লিভারপুলে জয়টা সহজে আসেনি।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ইবরাহিম কোনাতের গোলে এগিয়ে যায় স্লটের দল। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে ম্যাচে সমতায় ফেরে উলভস।গোলটি করেন রায়ান আইত নুরি।

লিভারপুল অবশ্য ৫৯ মিনিটে জয়ের গোলটি পায়। এই সময় পেনাল্টি পায় লিভারপুল।সেই পেনাল্টি থেকে সালাহ গোল করে দলকে ২-১এ এগিয়ে দেন।

ছয় ম্যাচে পাঁচ জয়ে লিভারপুলের পয়েন্ট হলো ১৫। সিটি ১৪ পয়েন্ট নিয়ে নেমে গেল দুইয়ে। লেস্টার সিটিকে ৪-২ গোলে হারানো আর্সেনালের পয়েন্টও ১৪, গোল ব্যবধানে পিছিয়ে তারা তৃতীয় স্থানে। আর ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে দলটি।

You might also like!