ভেনেজুয়েলা, ৯ ফেব্রুয়ারি: প্রি-অলিম্পিক ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও আর্জেন্টিনা ম্যাচের এক পর্যায়ে পিছিয়ে পড়েছিল। এরপর পেনাল্টি ভাগ্যে ম্যাচে ফেরে। ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোল করে আর্জেন্টিনা। প্যারাগুয়ের জালে বল জড়ান পাবলো সোলারি। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত লিড ধরে রাখেন হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা। ৬ মিনিট পর আবার গোল খেয়ে যায় আর্জেন্টিনা। এরপর যোগ করা সময়ের শেষ মুহূর্তে ফেদেরিকো রেদোন্দো দলকে সমতায় ফেরান। বৃহস্পতিবার কনমেবল প্রাক-অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
কনমেবল প্রি-অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত বাছাইপর্বে প্রতিযোগিতা করছে প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা ও ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে প্যারাগুয়ে। ২ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ১ ম্যাচে ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তিনে ভেনেজুয়েলা। নিজেদের প্রথম ম্যাচ হেরে টেবিলের শেষে ব্রাজিল। রাউন্ড রবিন লিগে একে অপরের বিপক্ষে মুখোমুখি হওয়ার পর প্রথম দুই দল পাবে প্যারিস অলিম্পিকের টিকিট।