ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার রিকি পন্টিং আমেরিকার মেজর লিগ (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি দল ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচের দায়িত্ব নিলেন। এই ফ্রাঞ্চাইজি দলের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে রিকি পন্টিংয়ের।
এর আগে ওয়াশিংটনের কোচ ছিলেন গ্রেগ শিপার্ড। কিন্তু গত মরশুমে শিপার্ড-এর পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারেনি ম্যানেজমেন্ট। তাই তাঁকে সরিয়ে এবার রিকি পন্টিংকে চুক্তি করাল ফ্র্যাঞ্চাইজি দলটি। উল্লেখ্য এক সময় পন্টিংয়ের মেন্টর ছিলেন শিপার্ড। বর্তমানে পন্টিং আইপিএলের দিল্লি ক্যাপিটালসের কোচও। ফ্র্যাঞ্চাইজি দলটির জেনারেল ম্যানেজার মাইকেল ক্লিঙ্গার বলেছেন, 'পন্টিংয়ের অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সম্প্রসারণে বড় ভূমিকা পালন করবে।'