সিডনি, ৯ জুলাই ঃ ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক ধরা হয় রিকি পন্টিংকে। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একাধিক শিরোপা জিতেছে। এবার সেই পন্টিং বেছে নিলেন সর্বকালের সেরা একাদশ। পন্টিংয়ের বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশে অস্ট্রেলিয়ারই পাঁচজন ক্রিকেটার রয়েছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের দুইজন এবং শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন একজন করে ক্রিকেটার।
পন্টিংয়ের সর্বকালের সেরা একাদশ : ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা এবং কার্টলে অ্যামব্রোস।