Game

1 year ago

ICC World Cup 2023 : পাক বধের পিচেই মেগা ফাইনাল, কী বলছেন কামিন্স

File Picture : Pat Cummins and Mitchell Starc
File Picture : Pat Cummins and Mitchell Starc

 

আমেদাবাদ, ১৮ নভেম্বর : বিশ্বকাপের সেমিফাইনাল থেকে পিচ নিয়ে বিতর্কের চোরাস্রোত বয়েই চলেছে ক্রিকেটমহলে। এই পরিস্থিতিতে জানা গেছে, ব্যবহৃত পিচেই বিশ্বকাপ ফাইনাল খেলা হবে। আজ সাংবাদিক সম্মেলনে প্যাট কামিন্স জানান, গত ১৪ অক্টোবর যে পিচে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছিল সেখানেই ফাইনাল খেলা হবে। তার পরেই পিচের চরিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এলে অজি অধিনায়ক বলেন,


''পিচ নিয়ে খুব একটা বেশি কিছু বুঝি না। তবে পিচ বেশ শক্ত রয়েছে। ম্যাচের ২৪ ঘণ্টা আগে পিচের চরিত্র বোঝা যাবে। তবে আপাতত বেশ ভালো পিচ বলেই মনে হচ্ছে।” পিচ নিয়ে এর বেশি কিছু বলতে চাননি অজি অধিনায়ক। সেমিফাইনালের আগেও তিনি বলেছিলেন, পিচ নিয়ে আইসিসির সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রয়েছে।

You might also like!