Game

2 weeks ago

Paris Olympic : প্যারিস অলিম্পিক: আর্জেন্টিনার অলিম্পিক ফুটবল দলে নেই মেসি

Paris Olympic (symbolicpicture)
Paris Olympic (symbolicpicture)

 

প্যারিস, ৪ জুলাই ঃ চলতি মাসের শেষের দিকে প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক। সেই অলিম্পিকে আর্জেন্টিনার দলে থাকবেন না লিওনেল মেসি । কোচ জাভিয়ের মাসচেরানো মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে চার বিশ্বকাপ জয়ীকে অন্তর্ভুক্ত করেছেন, যার মধ্যে রয়েছেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এবং ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও। এই বছর ইনজুরির সঙ্গে লড়াই করছেন মেসি। এখন তিনি কোপা আমেরিকায় খেলছেন। এই সুপারস্টার ২০০৮ সালে বেইজিংয়ে অলিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন।

You might also like!