Game

1 week ago

IPL 2025: শেন ওয়ার্ন-কুম্বলেদের পেছনে ফেলে আইপিএলের ইতিহাসে পান্ডিয়াই প্রথম

MI Captain Hardik Pandya
MI Captain Hardik Pandya

 

কলকাতা, ৫ এপ্রিল : শুক্রবার রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বাউন্ডারিতে ধরা পড়লেন আকাশ দিপ। এই আউটে আইপিএলের দেড় যুগের পথচলায় লেখা হল এক নতুন ইতিহাস। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পেলেন কোনও অধিনায়ক। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ম্যাচে ৫ উইকেট নিয়ে গড়লেন এই অনন্য কীর্তি। ৪ ওভারে ৩৬ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি ।

আইপিএলে ইতিহাসে এর আগে অধিনায়ক হিসেবে ম্যাচে ৪টি করে উইকেট ছিল এই চার জনের- শেন ওয়ার্ন, অনিল কুম্বলে, জেপি দুমিনি ও যুবরাজ সিংয়ের। এর মধ্যে কুম্বলে এই স্বাদ পেয়েছেন দুবার। চলতি আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ম্যাচে ৫ উইকেট পেলেন হার্দিক পান্ডিয়া। কয়েকদিন আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।উল্লেখ্য, ২০০৯ আসরে জোহানেসবার্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ডেকান চার্জার্সের বিপক্ষে কুম্বলে ৪ উইকেট নেন ১৬ রানে। ২০১০ আসরে মুম্বইয়ের হয়ে ডেকান চার্জাসের বিপক্ষে আবারও ১৬ রানেই ৪ উইকেট নেন তিনি। এতদিন পর্যন্ত কোনও আইপিএলের আসরে অধিনায়কের সেরা বোলিং ছিল এই দুটিই।

২০১০ আসরেই নাগপুরে ডেকান চার্জার্সের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ওয়ার্ন। ২০১১র আসরে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নেন দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক যুবরাজ সিং। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুমিনি নিয়েছিলেন ১৭ রানে ৪ উইকেট। তাদের সবাইকে ছাড়িয়ে এবার নতুন চূড়ায় উঠলেন মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া।

You might also like!