Game

2 weeks ago

Chelsea Vs Brighton:পালমারের রেকর্ড, ব্রাইটনকে হারাল চেলসি

Chelsea Vs Brighton
Chelsea Vs Brighton

 

লন্ডন, ২৯ সেপ্টেম্বর : শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনকে ৪-২ গোলে হারাল চেলসি। স্টামফোর্ড ব্রিজে চেলসির হয়ে ৪টি গোলই করেছেন পালমার। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে ৪ গোল করলেন পালমার।

গোল উৎসবের শুরুটা করেছিল ব্রাইটন। ৭ মিনিটে জর্জিনিও রটারের গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩১ মিনিটের মধ্যে ৩-১ গোলে পিছিয়ে পড়ে তারা। ৩৪ মিনিটে কার্লোস বালেবার গোলে ৩-২ করে ব্রাইটন। এরপর ৪১ মিনিটে চেলসি আবার গোল করে ৪-২ করে। শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় নিশ্চিত করে চেলসি।

You might also like!