মুম্বই, ২৯ নভেম্বর : হাসান আলির কাছে এবার বোধহয় আইপিএলের খেলার সুযোগ আসছে! কারণ ভারতীয় বংশোদ্ভূত সামিয়া আরজুকে বিয়ে করতে চলেছেন তিনি। আর এখানেই আইপিএলে খেলার সুযোগ পেয়ে যাচ্ছেন হাসান আলি। ভারতীয় পাসপোর্ট বা সৌদি আরবের পাসপোর্ট বানাতে পারলেই তিনি আর পাকিস্তানের কোনও অংশ থাকবেন না এবং আইপিএল খেলার সুযোগ পেয়ে যাবেন। যদিও হাসানের আগে বেশ কিছু পাকিস্তানি প্লেয়ারকে দেশ পরিবর্তন করে আইপিএলে খেলতে দেখা গিয়েছে।
যেমন, করাচিতে জন্মগ্রহণকারী ইংল্যান্ডের খেলোয়াড় ওয়েস শাহ ২০১০ সালে আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২১ সালে পাকিস্তানের অলরাউন্ডার আজহার মাহমুদ একজন ব্রিটিশ নাগরিক হয়েছিলেন। তাই তিনি আইপিএলে অংশগ্রহণ করেছিলেন। আর আইপিএল ২০১২ নিলামে কিংস ইলেভেন পাঞ্জাব দলে হয়ে খেলেছিলেন। এর পাশাপশি উসমান খাজা , ইমরান তাহির ও গত আইপিএলে সিকান্দার রাজা পাকিস্তানি হওয়ার পরেও খেলেছেন আইপিএল। এবার তাই পাকিস্তানের হাসানের কাছেও রয়েছে আইপিএলে খেলার সুযোগ।