Game

3 months ago

Saudi ambassador:বিশ্বকাপ জিতলে হজে রাজকীয় অতিথি হবে পাকিস্তান দল: সৌদি রাষ্ট্রদূত

Saudi ambassador
Saudi ambassador

 

করাচি, ৩ জুন : পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতলে আগামী বছরের হজে পাকিস্তান দলকে রাজকীয় অতিথি করবে সৌদি আরব। রবিবার রাতে পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশ্যে ভিডিওতে এমন বার্তা দিয়েছেন পাকিস্তানের সৌদি আরবের রাষ্ট্রদূত সাঈদ আহমেদ আল মালিকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল আইডি থেকে প্রচারিত এক ভিডিওতে সৌদি রাষ্ট্রদূত পাকিস্তান দলের প্রতি শুভকামনা জানিয়ে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের জন্য আমার বার্তা, ইনশা আল্লাহ তোমরা টুর্নামেন্ট জিতবে।'


You might also like!