Game

2 months ago

Pakistan-New Zealand: ভারতে দর্শকশূন্য স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড

Pakistan vs New Zealand
Pakistan vs New Zealand

 

হায়দ্রাবাদ: বিশ্বকাপের আগে দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ২৯ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচে খেলবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তবে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফাঁকা গ্যালারিতে।

বিসিসিআই দর্শক প্রবেশে নিষেধাজ্ঞার কারণেই এই ম্যাচটি দর্শক শূন্য থাকবে। বিসিবিআই-এর সূত্র জানাচ্ছে, যারা এরই মধ্যে তাদের টিকিট বুকিং দিয়েছেন, তাদের টাকা ফেরত দেয়া হবে। বিসিসিআই এরই মধ্যে টিকিট বিক্রির স্বত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান বুকমাইশপ’কে অর্থ ফেরত দেয়ার নোটিশ দিয়েছে।

কারন, ২৮ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের গণেশ বিসর্জন ও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ-ই মিলাদুন্নবীর অনুষ্ঠান আছে। সেই কারণে স্থানীয় প্রশাসন পরদিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ক্রিকেট ম্যাচ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারবে না বলে বিসিসিআই’কে চিঠি দিয়ে জানিয়েছে।

You might also like!