Game

1 week ago

Suryavanshi Vaibhav : বয়স মাত্র ১৩ বছর, আইপিএলে নাম লেখালেন সূর্যবংশী বৈভব

IPL
IPL

 

মুম্বই,২৬ নভেম্বর : মাত্র ১৩ বছর বয়সে আইপিএলে নাম লেখালেন সূর্যবংশী বৈভব। সর্বনিম্ন ভিত্তিমূল্য ৩০ লাখ টাকাতে নিলামে নাম লেখান বৈভব, নাম দিয়েই বিশ্বকে তাক লাগিয়ে দেন। এরপর শোরগোল চলছিল দল পাবেন কি না। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী নিলামের দ্বিতীয় দিন সোমবারে বিহারের ব্যাটারের দল তো পেলেনই, দাম পেলেন ১ কোটি ১০ লাখ টাকাতে। তাঁকে নিয়েছে রাজস্থান রয়্যালস। সূর্যবংশী বৈভব আইপিএলে দল পাওয়া সর্ব কনিষ্ঠ ক্রিকেটার।

You might also like!