Game

4 months ago

Sourav Netravalkar:বুধবার পাক বধের নায়ক সৌরভ, মুখিয়ে বিরাট-রোহিতদের বল করতে

Sourav Netravalkar
Sourav Netravalkar

 

কলকাতা, ১২ জুন : একটা সময় ভারতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তারপর ক্রিকেটকে কিছুটা পাশে রেখে আমেরিকাতে গিয়ে চাকরিতে মন দিয়েছিলেন। কিন্তু চাকরিকে পাশে রেখে আবার ক্রিকেটকে ভালোবেসে ফিরে আসা মাঠে। বিশ্বকাপের শুরুতেই নায়ক। বিশ্বকাপে পাকিস্তানের মতো দলকে বধ করে নায়ক হয়ে গেছেন। এবার বুধবার রোহিত-বিরাটদের বল করতে মরিয়া সৌরভ নেত্রাভালকার।

সুপার ওভারে মাত্র ১৩ রানে পাকিস্তানকে আটকে দিয়ে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রের এই তারকা বোলার। ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন সৌরভ।

মুম্বইয়ের প্রথম শ্রেণির ক্রিকেটেও পরিচিত নাম সৌরভ অনূর্ধ্ব ১৫ দলে খেলেছেন সূর্যকুমার যাদবের সঙ্গে। কিন্তু সুযোগ না পেয়ে হতাশায় ক্রিকেট ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন পড়াশোনা করার জন্য। কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করার পর ওরাকেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যোগ দেন সৌরভ।বিশ্বকাপের মঞ্চে কাজটা খুবই কঠিন ছিল। এখন সেই কঠিন কাজটা করে তিনিই এখন আমেরিকায় হয়ে উঠতে চান উপমহাদেশীয় শিশুদের অনুপ্রেরণা।


You might also like!