ভেনেজুয়েলা, ৯ ফেব্রুয়ারি: অলিম্পিকের বাছাই পর্বে খুব একটা ভালো জায়গায় নেই ব্রাজিল এবং আর্জেন্টিনা। অলিম্পিক নিশ্চিত করতে আগামী ১১ জুলাই দুই দল মুখোমুখি হবে। গুরুত্বপূর্ণ ম্যাচ। নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে দু'দলকে। প্যারিস অলিম্পিকের জন্য এই বাছাইয়ে জটিল সমীকরণ তৈরি হয়েছে। ব্রাজিল-আর্জেন্টিনার মধ্য থেকে যেকোনো একটি দল খেলবে অলিম্পিকে। চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা আর ১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ভেনিজুয়েলা। এখান থেকে মূলপর্বে যাবে কেবল দুটি দল। প্রতিটি দলেরই বাকি আছে একটি করে ম্যাচ।
তবে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ভেনিজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি ড্র করে বা জেতে, সেক্ষেত্রে আর্জেন্টিনার বিপক্ষে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে জয় ছাড়া কোনও বিকল্প নেই আর্জেন্টিনার। অলিম্পিকে জায়গা পেতে হলে ব্রাজিলের বিপক্ষে জিততেই হবে আলবিসেলেস্তিদের।