Game

4 weeks ago

Premier League: চেলসির বিপক্ষে ভরাডুবির পর ৩৯ দিনেই কোচকে বরখাস্ত করল নটিংহ্যাম

Ange Postecoglou
Ange Postecoglou

 

লন্ডন, ১৯ অক্টোবর : নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব পাওয়ার দেড় মাস হতে না হতেই চাকরি হারালেন এনজ পোস্টেকোগ্লু। দলের খারাপ পারফরম্যান্সের জন্য কোচের পদ থেকে বরখাস্ত হলেন তিনি। প্রিমিয়ার লিগে শনিবার চেলসির বিপক্ষে ফরেস্টের ৩-০ গোলে হারার পর ২০ মিনিট পরই এক বিবৃতিতে ৬০ বছর বয়সী পোস্টেকোগ্লুকে সরিয়ে দেওয়ার কথা জানায় ক্লাবটি। গত ৯ সেপ্টেম্বর দলটির দায়িত্ব পেয়েছিলেন পোস্টেকোগ্লু। টিকতে পারলেন তিনি স্রেফ ৩৯ দিন। প্রিমিয়ার লিগের কোনও দলে তাঁর চেয়ে কম সময় দায়িত্বে ছিলেন কেবল লিডস ইউনাইটেডে ৩০ দিন ছিলেন স্যাম অ্যালারডাইস।

You might also like!