Game

2 weeks ago

Indian Cricket Team : বিশ্রাম নেই, বৃহস্পতিবার থেকে ফের মাঠে টিম ইন্ডিয়া, ছ মাস ঠাসা সূচি

Indian Cricket Team
Indian Cricket Team

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপ হারের শোকের সুযোগ নেই। কারণ, শিয়রে নয়া সিরিজ। বিশ্বকাপ ফাইনালের কয়েক ঘণ্টা পরেই সামনে এল ভারতীয় ক্রিকেটের আগামী ছ মাসের সিরিজের সূচি। যার শুরু হচ্ছে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আগামী ২৩ নভেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সফর শেষ করে ভারতের পরের গন্তব্য দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বর-জানুয়ারি মাসের এই সিরিজে টেস্ট-সহ একদিন ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

দেশে ফিরেই ভারতের আসবেন আফগানরা। তাঁদের সঙ্গে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাস জুড়ে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই সিরিজেও টেস্ট-সহ একদিন ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।


You might also like!