Game

1 week ago

Victor Oshimen:সৌদিতেই যাচ্ছেন নাইজেরিয়ান তারকা ভিক্টর ওশিমেন!

Victor Oshimen
Victor Oshimen

 

রিয়াদ, ৩১ আগস্ট : দীর্ঘদিন ধরেই ইংলিশ ক্লাব চেলসি ওসামেনকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত সৌদি ক্লাব আল আহলির অর্থের ঝনঝনানি উপেক্ষা করতে পারলেন না নাইজেরিয়ান তারকা ওশিমেন। নাইজেরিয়ান তারকা ভিক্টর ওশিমেনকে পেতে নাপোলির সঙ্গে সম্পূর্ণ চুক্তিতে পৌঁছেছে সৌদি ক্লাব আল আহলি।

ওশিমেনকে পেতে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ইউরোতে চুক্তি করতে চলেছে আল আহলি। চুক্তি হবে চার বছরের । ইতোমধ্যে একটি মেডিকেল বুকিং করেছে সৌদি ক্লাবটি। তবে এখনও ওশিমেন ও তার দলের কাছ থেকে গ্রীণ সিগনাল অপেক্ষায় রয়েছে আল আহলি।

You might also like!