Game

1 month ago

Neymar :নতুন ইনজুরি নেইমারের

Neymar
Neymar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দীর্ঘ এক বছর ইনজুরির জন্য মাঠের বাইরে থাকার পর অক্টোবর মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। আল আইনের বিপক্ষে সেই ম্যাচে এই ব্রাজিলিয়ান সুপারস্টার মাঠে ফিরতে পেরে স্বস্তি পেয়েছিলেন। সেই সঙ্গে সমর্থকরাও স্বস্তি পেয়েছিল। কিন্তু প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচে সোমবার খেলতে নেমে ফের ছিঁটকে যাওয়ার শঙ্কায় নেইমার। ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

 এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইস্তেঘাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল হিলাল। কিন্তু বড় জয়ের দিনেও আল হিলালের জন্য হতাশার কারণ নেইমারের ইনজুরিl ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

জানা গেছে,উরুর ইনজুরির জন্য মাঠের বাইরে নেইমার। তবে তার এই ইনজুরি কতটা মারাত্মক তা এখনও পরিষ্কার নয়। ফলে মাঠে ফিরতে তার কতদিন সময় লাগবে তাও নিশ্চিত নয়।

You might also like!