Game

10 months ago

Neymar is getting well: সেরে উঠছেন নেইমার, ব্রাজিলিয়ান তারকাকে দ্রুত মাঠে ফেরাতে চান চিকিৎসকরা

Neymar is recovering (File Picture)
Neymar is recovering (File Picture)

 

রিওডিজোনিরো, ১৫ নভেম্বর: ভালোভাবেই সেরে উঠছেন নেইমার। হাঁটুর অস্ত্রোপচারের পর নেইমারের সেরে ওঠার প্রক্রিয়া ঠিকঠাকভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তবে নেইমার কবে মাঠে ফিরতে পারবেন, সেটা এখনও নিশ্চিত নয়। গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে বাজেভাবে ফাউলের শিকার হন নেইমার। এরপর চলতি মাসে ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে তার বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়। নেইমারের সবশেষ অবস্থা তুলে ধরেন লাসমার বলেন, এই তারকা ফুটবলারকে যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর জন্য কাজ করছেন তারা।

You might also like!