Game

2 weeks ago

Newcastle stopped Man City:ম্যানসিটিকে রুখে দিলো নিউক্যাসল

Newcastle stopped Man City
Newcastle stopped Man City

 

ম্যানচেস্টার, ২৯ সেপ্টেম্বর: টানা চার জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মরসুমটা ভালই শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। তবে পরের দুই ম্যাচেই হারিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবার তাদের রুখে দিল নিউক্যাসল ইউনাইটেড।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলের সঙ্গে ১-১ গোলে খেলা অমীমাংসিত রেখে মাঠ ছেড়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। সিটির হয়ে জস্কো গভার্দিওল আর নিউক্যাসলের হয়ে গোল করেন অ্যান্তোনি গর্ডন।

পয়েন্ট হারালেও ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ৫ ম্যাচে সমান ১২ পয়েন্ট করে নিয়ে দুইয়ে লিভারপুল আর অ্যাস্টন ভিলা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে নিউক্যাসল।

You might also like!