Game

3 days ago

Tom Latham:অধিনায়কত্ব ছাড়লেন নিউজিল্যান্ড অধিনায়ক সাউদি

Tom Latham is New Zealand's new Test captain
Tom Latham is New Zealand's new Test captain

 

অকল্যান্ড, ২ অক্টোবর: আজ অধিনায়কত্ব ছাড়লেন সাউদি। শ্রীলঙ্কার মাটিতে লঙ্কানদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয় ভাবে হারার পর এই সিদ্ধান্ত নিয়েছেন সাউদি। তার জায়গায় নিউজিল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হলেন টম ল্যাথাম।

২০২২ সালে কেইন উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন সাউদি। তিনি নিউজিল্যান্ডকে ১৪ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে ৬টি টেস্টে জিতেছে নিউজিল্যান্ড, হেরেছেও ৬টিতে, ড্র করেছে ২টি।

You might also like!