প্যারিস, ৯ আগস্ট : অলিম্পিকে দ্বিতীয় সোনা পাওয়া হল না নীরজ চোপড়ার। প্যারিসে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সোনা পেলেন পাকিস্তানের আরশাদ নাদিম। তবে দেশকে এনে দিলেন চতুর্থ পদক। ৭ আগস্ট টোকিওতে জ্যাভলিনের ৮৭.৫৭ মিটার ছুঁড়ে সোনা জিতে ছিলেন নীরজ। তিনি অভিনব বৃন্দার পর ভারতের ব্যক্তিগত সোনার তালিকায় নাম লিখেছিলেন। আর গতকাল ঠিক তিন বছর পরে সেই একই কীর্তি গড়ার সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু তিনি পারলেন না। হেরে গেলেন আরশাদের কাছে।
পাকিস্তানের নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে অলিম্পিকে যে রেকর্ড গতকাল গড়েছিলেন, সেই রেকর্ড টপকানো নীরজ-এর পক্ষে প্রায় অসম্ভব ছিল তা বোঝাই যাচ্ছিল। শেষ পর্যন্ত ভাবনাটাই ঠিক হল। নীরজ ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো এনে দিলেন ভারতকে। সোনা না জিতলেও তিনি একমাত্র ভারতীয় তারকা অ্যাথলেটিক্স যিনি অলিম্পিকে একটি সোনা ও একটি রুপো জিতলেন।