Game

2 weeks ago

National League: নেশনস লিগ : স্কটল্যান্ড কোয়ার্টার ফাইনালে

Scotland in the quarter-finals
Scotland in the quarter-finals

 

গ্লাসগো, ১৬ নভেম্বর  : শুক্রবার রাতে হ্যাম্পডেন পার্কে গ্রুপ এ -এর চূড়ান্ত খেলায় স্কটল্যান্ড ১০ জনের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১-০ গোলে জিতে কোয়াটার ফাইনালে গেছে। ম্যাকগিন ৮৬ মিনিটে গোলটি করেন।

এই জয়ে টেবিলের নীচে থাকা স্কটল্যান্ডকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রেখেছে। তৃতীয় স্থানে থাকা পোল্যান্ডের সাথে তাদের চার পয়েন্ট সমান। সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালে যাবার লড়াইয়েl

ক্রোয়েশিয়া পর্তুগাল থেকে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে l ক্রোয়েশিয়া সোমবার পর্তুগিজদের কাছ থেকে এক পয়েন্ট পেলেই কোয়ার্টারে জায়গা নিশ্চিত করতে পারে।

You might also like!