Game

2 weeks ago

Nations League: নেশন্স লিগ : দারুণ ছন্দে ইতালি, এখনও কোনও ম্যাচ হারেনি স্পালেত্তির দল

Italy in great form, Spalletti's team has not lost a match yet
Italy in great form, Spalletti's team has not lost a match yet

 

রোম, ১৫ অক্টোবর : নেশন্স লিগে দারুণ ছন্দে ইতালি। এখনও স্পালেত্তির দল হারেনি কোনও ম্যাচে। সোমবার রাতে ঘরের মাঠে ইসরায়েলকে উড়িয়ে দিল ৪-১-এ। ম্যাচের ৪১ মিনিটে মাতেও রেতেগুই'র গোলে এগিয়ে যায় ইতালি। ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেয় জিওভানি ডি লরেঞ্জো। এরপর ৬৬ মিনিটে ফানি ইসরায়েলের হয়ে একটি গোল করে ব্যবধান কমায়।

তবে ৭৩ মিনিটে ইতালিকে এগিয়ে দেন ডেভিড ফ্রাটেসি। আর ৭৯ মিনিটে ইতালির হয়ে শেষ গোলটি করেন ডি লরেঞ্জো। ম্যাচে তিনি দ্বিতীয় গোলটি করেন। এই জয়ে 'এ' লিগের গ্রুপ-২এর শীর্ষেই থাকল ইতালি। টেবিলের দুইয়ে ফ্রান্স।

You might also like!