Game

3 weeks ago

Nations League Group Champions Germany: নেশন্স লিগে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি, মাতল গোল উৎসবে

Nations League Group Champions Germany
Nations League Group Champions Germany

 

ফ্রেইবুর্কে, ১৭ নভেম্বর : একপেশে লড়াইয়ে বসনিয়াকে গুঁড়িয়ে নেশন্স লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হলো নাগেলসমানের দল জার্মানি ফ্রেইবুর্কে শনিবার রাতে ৭-০ গোলে জিতল তারা। এই গোল উৎসবে দুবার করে জালে বল পাঠিয়েছেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভিরৎজ। অন্য তিনটি গোল করেছেন জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট জার্মানির। দিনের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস। আর ৫ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। বসনিয়া ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে 

You might also like!