Game

8 months ago

Naomi Osaka : অসুস্থতার কারণে প্যান প্যাসিফিক ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন নাওমি ওসাকা

Naomi Osaka
Naomi Osaka

 

টোকিও, ২২ সেপ্টেম্বর : জাপানের তারকা মহিলা টেনিস খেলোয়াড় তথা গতবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকা অসুস্থতার কারণে চলতি প্যান প্যাসিফিক ওপেন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন। হাদাদ মায়ার বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে নাম প্রত্যাহারের ঘোষণা করেন।

ওসাকা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, "আমি সত্যিই দুঃখিত যে আমি আজ প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না।" জাপানের ভক্তদের সামনে প্যান প্যাসিফিক ওপেনে খেলতে পারাটা সম্মানের। এটি আমার জন্য একটি বিশেষ টুর্নামেন্ট এবং সবসময় থাকবে। কিন্তু আমার শরীর আমাকে তা করতে দিচ্ছে না।

এই ঘোষণার পর হাদাদ মায়া ওয়াকওভারের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান এবং চতুর্থ বাছাই ভেরোনিকা কুডারমেটোভা বা মেক্সিকান কোয়ালিফায়ার ফার্নান্দা কনট্রেরাস গোমেজের মুখোমুখি হবেন ।

You might also like!