Game

6 months ago

Nadal lost in the fourth round : চতুর্থ রাউন্ডে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন নাদাল

Nadal lost in the fourth round

 

নিউ ইয়র্ক, ৬ সেপ্টেম্বর  : সেরিনা উইলিয়ামসের পর ইউএস ওপেন থেকে বিদায় নিলেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে আমেরিকার ফ্রান্সেস টিয়াফো দ্বিতীয় বাছাই নাদালকে হারালেন ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে। হেরে যাওয়ার পর নাদাল অবসরের ইঙ্গিত দিয়েছেন।

নাদাল ম্যাচের পর স্বীকার করে নিয়েছেন, তিনি আবার কবে কোর্টে ফিরবেন, নিজেও জানেন না। তলপেটে চোট পেয়ে উইম্বলডন সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানো বাদ দিলে এই বছর গ্র্যান্ড স্ল্যামে এটিই নাদালের প্রথম হার। তিনি বলেন, ‘‘আমাকে এখন অনেক কিছু ঠিক করতে হবে। জানি না আবার কবে কোর্টে ফিরব। আপাতত মানসিক ভাবে নিজেকে আবার তৈরি করার চেষ্টা করব। যখন সেটা সম্ভব হবে, তখন কোর্টে ফিরব।’’

নাদালের কোর্টে ফেরা তাঁর ব্যক্তিগত জীবনের উপরেও অনেকটাই নির্ভর করছে। অন্তঃসত্ত্বা স্ত্রী-কে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। যদিও স্ত্রী এবং গর্ভস্থ সন্তান ভাল আছেন, তবু বাবা হতে চলা নাদাল যথেষ্ট চিন্তিত। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘‘আপাতত দেশে ফিরব। টেনিসের থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ সামনে রয়েছে। ব্যক্তিগত জীবনে সব কিছু কী রকম থাকে, তার উপর আমার টেনিস ভবিষ্যৎ নির্ভর করছে।’’

এর পর লন্ডনে ২৩ সেপ্টেম্বর থেকে লেভার কাপে খেলার কথা নাদালের। বছর শেষে এটিপি ট্যুর ফাইনালসে খেলার যোগ্যতাও ইতিমধ্যেই অর্জন করেছেন তিনি। সেই প্রতিযোগিতা নভেম্বরে। 


You might also like!