Game 6 months ago

Nadal in the third round of the US Open : ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

Nadal in the third round of the US Open

 

নিউ ইয়র্ক, ২ সেপ্টেম্বর : এবার ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে ছুটছেন রাফায়েল নাদাল। চলতি যুক্তরাষ্ট্র ওপেনে দ্বিতীয় রাউন্ডের খেলায় ইতালিয়ান ফ্যাবিও ফগনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নাদাল।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে চার সেটের লড়াইয়ে শুরুতে হেরে যান নাদাল। এরপর টানা তিন সেট জিতে ফগনিনিকে ইউএস ওপেন থেকে বিদায় করেন ২২ গ্র্যান্ড স্লামের মালিক। নাদালের পক্ষে ম্যাচের ফল ২-৬, ৬-৪, ৬-২ ও ৬-১ গেম। ৭ বছর আগে এই কোর্টেই নাদালকে হারিয়ে দিয়েছিলেন ফগনিনি।

বৃহস্পতিবার ম্যাচ জিতে নাদাল বলেন, ‘প্রথম দেড় ঘণ্টারও বেশি সময় আমি লড়াইয়ে ছিলাম না। আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে শুরু গুলোর একটি এটি। আশা করি এর পুনরাবৃত্তি খুব বেশি হবে না। তবে যখন এরকম হয়, ইতিবাচক থাকতে হয় এবং ধৈর্য রাখতে হয়। কারণ খেলাটা অনেক লম্বা।’ আগামীকাল চতুর্থ রাউন্ডে পৌঁছার লড়াইয়ে ফরাসি টেনিস তারকা রিচার্ড গ্যাসকুয়েটের বিপক্ষে লড়বেন নাদাল। 

You might also like!