Game

6 months ago

Mushfiqur Rahim injured at Gym : জিম করতে গিয়ে চোট পেলেন মুশফিকুর রহিম, কাটা পায়ে অন্তত ৫-৬টি সেলাই

Mushfiqur Rahim injured at Gym

 

ঢাকা, ১৭ সেপ্টেম্বর : শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে জিম করার সময় পায়ে চোট পেলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। কাটা পায়ে অন্তত ৫-৬টি সেলাই দিতে হয়েছে । যার ফলে মুশফিকুরকে অন্তত দুই সপ্তাহের বিশ্রামে থাকতে হবে । কাটা ছাড়া আর কোন সমস্যা না থাকায় তেমন কোনও জটিলতা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল ইউনিট। ১০ দিনের ভেতর সেলাই কেটে ফেলা হবে বলেও জানানো হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনও প্রকার ফ্র‍্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬ টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র‍্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে।' ব্যাট হাতে খুব একটা ভাল সময় পার না করার কারণে সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। এশিয়া কাপের পারফরম্যান্সের জের ধরে সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে প্রতি ম্যাচের পরই। হয়েছেন। এশিয়া কাপের মিশন শেষ করে এসেই আনুষ্ঠানিকভাবে নিজের ফেসবুক ও টুইটার একাউন্ট থেকে পোস্ট দিয়ে অবসরের ঘোষণা দেন তিনি। অবসর নেওয়ার পর শুক্রবার প্রথমবার মিরপুরে অনুশীলন করেন। দ্বিতীয় দিন অর্থ্যাৎ শনিবার মাঠে এসে চোটের কবলে পড়লেন ।

You might also like!