Game

2 weeks ago

Mumbai Wangkhere: মুম্বইয়ের ওয়ানখেড়ে : কেমন হতে পারে আজকের পিচ ও আবহাওয়া

Mumbai Wankhede Stadium (File Picture)
Mumbai Wankhede Stadium (File Picture)

 

মুম্বই, ১৫ নভেম্বর: বিশ্বকাপ সেমিফাইনালের প্রথম ম্যাচটি হচ্ছে মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে। একটি হাই-স্কোরিং ম্যাচের আশা করা হচ্ছে এই ম্যাচে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটারদের সুবিধার জন্য পরিচিত। উপরন্তু, মাঠের ছোট সীমানা ব্যাটারদের আপেক্ষিক সহজ করে তুলবে ব্যাটিং করার ক্ষেত্রে। যদিও এই উইকেট প্রাথমিক ভাবে ফাস্ট বোলারদের জন্য প্রাথমিক সুবিধাও দেয় এবং ম্যাচ এগিয়ে যাওয়ার সাথে সাথে স্পিনারদের জন্য আরও অনুকূল হয়ে ওঠে।

এই ভেন্যুতে প্রথম ইনিংসের গড় স্কোর ২৫০, দ্বিতীয় ইনিংসের ২০১ গড় স্কোর। যাইহোক, এই সংখ্যাগুলি পুরো ঘটনাটি প্রকাশ করে না, কারণ ভেন্যুটির অতীত ম্যাচগুলিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, শেষ ৩০ ম্যাচের মধ্যে দ্বিতীয় ব্যাটিং করা দলটি জিতেছে ১৪ টি ম্যাচ।

আবহাওয়া রিপোর্ট:

এই ম্যাচের সময় সবথেকে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সেই সঙ্গে এ দিন আদ্রতা থাকবে ৪৫ শতাংশ। এর পাশাপাশি ম্যাচের সময় ১৪ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়া বইবে। পাশাপাশি ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, বুধবার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

You might also like!