Game

2 months ago

Jaspreet Bumrah IPL 2023 : বুমরার বদলি হিসাবে কলকাতার ক্রিকেটারকে নিল মুম্বই ইন্ডিয়ান্স

Jaspreet Bumrah
Jaspreet Bumrah

 

মুম্বই, ৩১ মার্চ : আইপিএলে যশপ্রীত বুমরার খেলা নিয়ে আগেই অনিশ্চয়তা ছিল। এত দিন তাঁর পরিবর্ত কোনও ক্রিকেটারের নাম জানানো হয়নি। শুক্রবার আইপিএল শুরুর দিন তা ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। বুমরার জায়গায় নেওয়া হল সন্দীপ ওয়ারিয়রকে। অন্যদিকে, ঋষভ পন্থের জায়গায় অভিষেক পোড়েলের নাম আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিল দিল্লি ক্যাপিটালসও।

অতীতে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সন্দীপ। তবে আইপিএল কেরিয়ার শুরু বিরাট কোহলির আরসিবিতে। সেখানে কোনও ম্যাচে খেলতে পারেননি। ২০১৯-এ তাঁকে কেনে কলকাতা। প্রথম মরসুমে তিনি তিনটি ম্যাচ খেলেন। সব মিলিয়ে ১২ ওভার বল করেন। পঞ্জাবের বিরুদ্ধে ৩১ রানে ২টি উইকেট নেন। বাকি দু’টি ম্যাচে উইকেট পাননি।

২০২০ এবং ২০২১ সালে তিনি একটি করে ম্যাচ খেলেছিলেন। বাঁ হাতি এই পেসারের ধারাবাহিকতার অভাবের কারণেই বেশি ম্যাচে খেলা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি বেশ সফল।

You might also like!