Game

3 weeks ago

Morne Morkel :পাকিস্তান দলের দায়িত্ব ছাড়লেন মরকেল

Morne Morkel
Morne Morkel

 

করাচি  : বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। ব্যর্থ বিশ্বকাপ কাটানোর পর দেশে ফিরে এসেছেন বাবর-রিজওয়ানরা। তবে চুক্তির মেয়াদ থাকলেও তার আগেই পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মরনে মরকেল। সোমবার (১৩ নভেম্বর) পিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

গত জুনে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, ছয় মাসের চুক্তিতে পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যর্থতার দায় নিয়ে তিনি সরে গেলেন।


You might also like!