কলকাতা, ১২ এপ্রিল : শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগ ( আইএসএল ) ২০২৪-২৫ ফাইনালে বেঙ্গালুরু এফসি মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এর। আইএসএলের সামগ্রিক মুখোমুখি ম্যাচ,আইএসএলে এমবিএসজি সবচেয়ে বেশি প্রভাবশালী দল l তারা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বেশিরভাগ লড়াইয়ে জয়লাভ করেছে।
খেলেছে হয়েছে : ১১টি
এমবিএসজি জয় : ৭টি
বিএফসি জয় : ২টি
ড্র : ২টি
শেষ সাক্ষাৎকার : ২০২৫ সালের ২৭ জানুয়ারি দুই দলের মধ্যে শেষ সাক্ষাৎকার হয়েছিল। সেই ম্যাচে, লিস্টন কোলাকোর ৭৪ মিনিটে গোল করে মেরিনার্সকে ৩ পয়েন্ট এনে দেন।
টেবিলে অবস্থান : এমবিএসজি : লিগ শিল্ড জিতে টেবিলের শীর্ষে থেকে লিগ মরশুম শেষ করেছে।
বিএফসি : বেঙ্গালুরু এফসি লিগ মরশুমে তৃতীয় স্থান অর্জন করে।
ফাইনালের আগে : জামশেদপুর এফসির বিপক্ষে দ্বিতীয় লেগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথম লেগের ঘাটতি মিটিয়ে ফাইনালে উঠে এসেছে।
বিএসএফ: সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু এফসি।
শীর্ষ স্কোরার (২০২৪-২৫) :
এমবিএসজি :
জেমি ম্যাকলারেন: ১১
জেসন কামিংস: ৬
শুভাশীষ বোস: ৬
বিএফসি :
সুনীল ছেত্রী: ১৪
এডগার মেন্ডেজ: ৯
রায়ান উইলিয়ামস: ৭