Game

2 weeks ago

Mohun Bagan Super Giant: ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ, মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি

Mohun Bagan Super Giant
Mohun Bagan Super Giant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ। মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসি-কে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছে মোহনবাগান। এদিকে কেরল ব্লাস্টার্স হারিয়ে শেষ চারে উঠেছে বেঙ্গালুরু এফসি। মঙ্গলবার মুখোমুখি দুই দল।

শুক্রবার জামশেদপুরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ছিল মোহনবাগান বনাম পঞ্জাব ম্যাচ। ৯০ মিনিটেখেলার ফলাফল হয় ৩-৩। ডুরান্ড কাপে অতিরিক্ত সময় নেই। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। ৬-৫ ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে যায় মোহনবাগান। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় বাগানের হয়ে গোল করেন গ্রেগ স্টুয়া্ট, মনবীর সিং, জেসন কামিংস। বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বাগানের এই তিন ফুটবলারের দিকে নজর থাকবে। পাশাপাশি দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংদের প্রথম থেকে খেলাবেন কিনা কোচ, তার দিকেও নজর থাকবে।

সোমবার সাংবাদিক বৈঠক করবেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। গত ম্যাচে পঞ্জাবের রক্ষণ খুবই শক্তিশালী ছিল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করতে হবে বাগানকে। সেদিকেই নজর থাকবে কোচ হোসে মোলিনার।

You might also like!