Game

1 month ago

England's star all-rounder Moeen Ali:আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মঈন

England's star all-rounder Moeen Ali
England's star all-rounder Moeen Ali

 

লন্ডন, ৮ সেপ্টেম্বর : ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী।৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন।৩৭ বছর বয়সী এই স্পিন বোলিং অলরাউন্ডার বলেছেন,' ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময়। আমার অধ্যায় শেষ।’

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মঈন খান। ইংল্যান্ডের হয়ে ২৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। খেলেছেন তিনটি বিশ্বকাপ। ছিলেন দলের সহ-অধিনায়ক। তবে সাম্প্রতিক তার পারফরম্যান্স ভালো যাচ্ছিল না। তার ব্যাট থেকে ওয়ানডে ক্রিকেটে সবশেষ ফিফটি এসেছে ২০২৩ সালের জানুয়ারিতে।ইংল্যান্ডের হয়ে ৬৮ টেস্টে মঈন নিয়েছেন ২০৪টি উইকেট, সেঞ্চুরি আছে ৫টি। টেস্টের এই অর্জনে বিশেষভাবে গর্বিত মঈন।

You might also like!