দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হয়েছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক। দেশবাসীর কাছে সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করার আর্জি জানাতে নিজের বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-কে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্ব মঞ্চে তেরঙ্গা উত্তোলনের এক অনবদ্য সুযোগ প্যারিস অলিম্পিক। রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, বর্তমানে প্যারিস অলিম্পিক নিয়ে আলোচনা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। অলিম্পিক আমাদের খেলোয়াড়দের বিশ্ব মঞ্চে তেরঙ্গা উত্তোলন করার এবং দেশের জন্য কিছু করার সুযোগ দেয়। আপনিও খেলোয়াড়দের উৎসাহিত করুন, তাদের মনোবল বাড়াতে সাহায্য করুন।