Game

1 week ago

PM Modi: ক্রিকেটারদের ড্রেসিংরুমে মোদী! সেখানে পৌঁছে কি বললেন তিনি?

Modi in the cricketers' dressing room
Modi in the cricketers' dressing room

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক ঃ অজি বাহিনীর কাছে ধরাশায়ী হারের পর। সোজা খেলোয়াড়দের ড্রেসিং রুমে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে তিনি আলিঙ্গন করলেন মহম্মদ শামিকে। বিরাট কোহলি ও রোহিত শর্মার হাত ধরেও কথা বললেন তিনি। এইভাবে উৎসাহ প্রদানের জন্য নমোকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন একাধিক ক্রিকেটার। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে ক্রিকেটারদের কি কথা হল, সেই নিয়ে একটি ভিডিও এল প্রকাশ্যে। 

দলের উদ্দেশ্যে মোদী বললেন, “টানা ১০ ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠেছি। তবে এরকম হয়েই থাকে। ভেঙে পড়লে চলবে না। এই সময়ে একে অপরের পাশে থেকে সকলের মনোবল বাড়াতে হবে।” আলাদা করে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী। জাদেজা ও বুমরাহর সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলতে দেখা যায় তাঁকে। দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গেই হাত মেলান মোদি।

You might also like!