সিডনি, ৩০ আগস্ট : গোড়ালির গাঁটে চোট পেয়ে চলতি জিম্বাবোয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মিচেল মার্শ। পাশাপাশি আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই অলরাউন্ডার। সেপ্টেম্বরে ভারত সফরে এই অলরাউন্ডারকে সুস্থ করার আশাতে রয়েছে অস্ট্রেলিয়া।
গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। বলা ভালো গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিচেল মার্শ। চলতি জিম্বাবোয়ে সিরিজে দলের অঙ্গ ছিলেন তিনি। ফলে চলতি জিম্বাবোয়ে সিরিজের বাকি অংশ ও আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই অলরাউন্ডার। জিম্বাবোয়ের বিপক্ষে গত রবিবার প্রথম ওয়ানডেতে এই চোটটি পান মার্শ। তারপরেই প্রয়োজনীয় পরীক্ষায় দেখা যায় তার চোটের গভীরতা। উল্লেখ্য ওই ম্যাচে বোলিং করে ৬ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ব্যাট হাতে করছিলেন মাত্র ২ রান। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচ খেলা হবে আগামী বুধবার ও শনিবার।
গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। বলা ভালো গোড়ালির গাঁটে চোট পেয়েছেন মিচেল মার্শ। চলতি জিম্বাবোয়ে সিরিজে দলের অঙ্গ ছিলেন তিনি। ফলে চলতি জিম্বাবোয়ে সিরিজের বাকি অংশ ও আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এই অলরাউন্ডার। জিম্বাবোয়ের বিপক্ষে গত রবিবার প্রথম ওয়ানডেতে এই চোটটি পান মার্শ। তারপরেই প্রয়োজনীয় পরীক্ষায় দেখা যায় তার চোটের গভীরতা। উল্লেখ্য ওই ম্যাচে বোলিং করে ৬ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ব্যাট হাতে করছিলেন মাত্র ২ রান। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচ খেলা হবে আগামী বুধবার ও শনিবার।