Game

5 months ago

মহিলা এশিয়া কাপে আমিরাতকে ১০৪ রানে হারিয়েছে টানা তৃতীয় জয় ভারতের

Indian Women Cricket Team

 

সিলেট, ৪ অক্টোবর : ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স চালিয়ে যাচ্ছে ।মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই)-কে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মহিলা এশিয়া কাপে টানা তৃতীয় জয় তুলে নিল ভারতীয় দল ।এশিয়া কাপে ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করে ভারতীয় দল ১৭৮ রান করে। রান তাড়া করতে নেমে ইউএই দল মাত্র ৭৪ রানেই গুটিয়ে যায় । এর ফলে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল ভারত।

ইউএই-এর বিরুদ্ধে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক স্মৃতি মন্ধানা৷ অপেক্ষাকৃত দুর্বল দল হওয়ায় অধিনায়ক হরমনপ্রীত কৌর এদিনও খেলেননি | হরমনপ্রীত কৌরের জায়গায় ভারতীয় দলের অধিনায়কত্ব করছিলেন স্মৃতি মান্ধানা। ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৮ রান করে ভারত । ভারতের হয়ে জেমিমা রদ্রিগেজ ৪৫ বলে ১১টি চারের সাহায্যে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জেমিমা ছাড়াও, দীপ্তি শর্মাও অসাধারণ পারফরম্যান্স করেছিলেন, ৪৯ বলে ৫চার এবং ২ ছক্কার সাহায্যে ৬৪ রানের একটি হাফ সেঞ্চুরি করেন তিনি ।

রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাতের দল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৭৪ রানে গুটিয়ে যায় । ফলে ১০৪ রানে ম্যাচটি হেরে যায়।ভারতীয় বোলাররা উইকেট তুলতে পারেননি ৷ তবে, সেক্ষেত্রে প্রতিপক্ষ ব্যাটারদের মাত্রাতিরিক্ত ডিফেন্স দায়ী ৷ ভারতীয় মহিলা দল ১০৪ রানে ম্যাচ জিতে ৬পয়েন্ট নিয়ে লিডার বোর্ডে ১ নম্বরে রয়েছে ৷ তাদের পরে রয়েছে পাকিস্তান ২ ম্যাচে ৪ পয়েন্ট তাঁদের ৷ ম্যাচের সেরা হয়েছেন জেমাইমা রদ্রিগেজ ৷

উল্লেখ্য, ভারতীয় দল তাদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছিল। এখন এই ম্যাচে টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে। এশিয়া কাপে ভারতীয় দলের এটি টানা তৃতীয় জয়। 

You might also like!