Game

2 weeks ago

Lionel Messi’s 2022 FIFA World Cup-Worn Jersey:৩০ নভেম্বর নিলামে উঠছে মেসির বিশ্বকাপজয়ী জার্সি

Lionel Messi’s 2022 FIFA World Cup-Worn Jersey
Lionel Messi’s 2022 FIFA World Cup-Worn Jersey

 

নিউ ইয়র্ক, ২১ নভেম্বর : কাতার বিশ্বকাপ জয়ের লিওনেল মেসির পরা জার্সি কিনে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভক্তরা। আর্জেন্টিনা অধিনায়কের বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলা হবে। মেসির জার্সিগুলো নিলামে তোলার আয়োজন করেছে আমেরিকার বিখ্যাত নিলামঘর সোথবি। তাদের আশা, রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী ফুটবলারের জার্সি থেকে ৮০ লাখ পাউন্ডের বেশি আয় করা যাবে।

আগামী ৩০ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে বিডিং চলাকালীন সোথবির নিউ ইয়র্ক সদর দফতরে মেসির জার্সিগুলো বিনামূল্যে জনসাধারণের দেখার জন্য প্রদর্শন করা হবে। উল্লেখ্য ,ফুটবলারদের জার্সি নিলামে সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে বিক্রি হয়েছিল প্রয়াত দিয়েগো মারাদোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জার্সি। আর্জেন্টাইন কিংবদন্তির ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের জন্য বিখ্যাত ম্যাচটিতে তার পরিহিত জার্সি ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।


You might also like!