আমেরিকা, ৩০ মে :মায়ামি লিগে টানা দশ ম্যাচ অপরাজিত থাকার পর হেরে গেল মেসির ইন্টার মায়ামি। আগের ম্যাচে মেসি-সুয়ারেজকে ছাড়া মায়ামি জয় পেলেও বৃহস্পতিবার ঘরের মাঠে মেসি থাকা সত্ত্বেও আটলান্টার কাছে ৩-১ গোলে হেরে গেল মায়ামি। মায়ামির হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি।
ম্যাচের ৪৪ মিনিটে সাবা লোবঝানিদজে গোল করে আটলান্টাকে এগিয়ে দেয়। এই এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি। কিন্তু ৫৯ মিনিটে লোবঝানিদজে আবারও এক গোল করে মায়ামিকে বিপদের মুখে ফেলে। এর তিন মিনিট পরই মেসির পা থেকেই আসে এক গোল। খেলার ফলাফল দাঁড়ায় ২-১।কিন্তু ম্যাচের ৭৩তম মিনিটে আটলান্টা আরও এক গোল করে জয় নিশ্চিত করে। আটলান্টার হয়ে তৃতীয় গোলটি করেন জামাল থিয়ারে।
আটলান্টার কাছে হারলেও ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষেই রয়েছে মায়ামি। ১৭ ম্যাচে ১০ জয়ে মায়ামির পয়েন্ট ৩৪। অন্য দিকে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২২তম স্থানে আটলান্টা। মায়ামি পরবর্তী ম্যাচে খেলবে ২ জুন সেইন্ট লুইসের বিপক্ষে।