Game

2 weeks ago

Javier Mascherano: মেসির কোচ হচ্ছেন প্রাক্তন সতীর্থ মাশচেরানো

Javier Mascherano
Javier Mascherano

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টাটা মার্টিনো ইন্টার মায়ামিকে বিদায় জানিয়েছেন কয়েক সপ্তাহ আগে। খালি পড়ে আছে ফ্লোরিডার ক্লাবটির কোচের পদ।

এই শূন্য পদের জন্য জাভি হার্নান্দেজ, জিনেদিন জিদানের নাম এসেছিলl কিন্তু বেতন–সহ নানাবিধ কারণে এই দুজনকে পাওয়া মায়ামির জন্য ছিল অতি কঠিন ব্যাপার। এরপরেই নাম এসে যায় মেসির সঙ্গে একসঙ্গে খেলা প্রাক্তন ফুটবলার হাভিয়ের মাশচেরানোর। তিনি কোচ হতে সম্মতিজ্ঞাপন করেছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। জানা গেছে, ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করার ব্যাপারে মাশচেরানোর আলাপ-আলোচনা চলছে।২০২০ সালে খেলোয়াড় জীবনকে বিদায় জানানোর পর এক বছর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেন। তিন বছরের কোচিং কেরিয়ারে তাঁর অর্জন কিছুই নেই। প্যারিস অলিম্পিকে তার অধীনে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। এ ছাড়া আর কোথাও কোচিং করানোর অভিজ্ঞতা তাঁর নেই।

You might also like!