Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Game

8 months ago

Lionel Messi:নতুন মাইলফলক স্পর্শ করলেন মেসি

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে মায়ামিকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। এর ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে ইন্টার মায়ামির। আর এর মধ্য দিয়ে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন এই ফুটবল জাদুকর।

এক বছরের মধ্যে ইন্টার মায়ামির জার্সিতে মেসির গোলসংখ্যা এখনও পর্যন্ত ৩৩টি, ক্লাবটির ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত গোল। এতদিন ৩২ গোল নিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ছিলেন লিওনার্দো কাম্পানা। ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে আছেন আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েন। তিনি গোল করেছেন ২৯টি, কিন্তু ফুটবলকে তিনি বিদায় জানিয়েছেন। তালিকায় চতুর্থ স্থানে আছেন মেসির ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। তার গোল সংখ্যা এখন ২৪টি।

জাতীয় দলের হয়ে মেসি :

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগেই করেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ৫৫ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেছনে ফেলেছেন মেসি। মেসির গোল সংখ্যা এখনও পর্যন্ত ১১২টি। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ৪১ গোল করা আগুয়েরো। চার নম্বরে থাকা হার্নান ক্রেসপোর গোল সংখ্যা ৩৫টি। জাতীয় দলের জার্সিতে দিয়েগো ম্যারাডোনা গোল করেছেন ৩২টি।

ক্লাবের হয়ে মেসি :

ক্লাব ইতিহাসে মেসি বার্সেলোনার হয়ে বহু গোল করেছেন। মেসির আগে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ছিলেন স্প্যানিশ ফুটবলার সেজার রদ্রিগেজ। তার গোল সংখ্যা ছিল ২২৬ টি। তাঁকে ছাপিয়ে বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে ৬৭২টি গোল করেছেন এই ফুটবল জাদুকর।


You might also like!