Game

2 weeks ago

Lionel Messi:নিজের অবসর নিয়ে মুখ খুললেন মেসি

Messi opened his mouth about his retirement
Messi opened his mouth about his retirement

 

বুয়েনেস আইরেস, ১৭ অক্টোবর : লিওনেল মেসি কবে অবসর নেবেন, এই নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। বুধবার বলিভিয়া ম্যাচ শেষে অবসর নিয়ে মুখ খুললেন মেসি।

মেসি বলেছেন, 'সত্যি বলতে আমি এখনও অবসর নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। মাঝে মাঝে ভাবি কিন্তু সেটা তেমন কিছু নয়। এখন আমি শুধু আমার ম্যাচগুলো উপভোগ করে যাচ্ছি। আমি এখানে থাকতে পেরে খুবই আনন্দিত। কারণ সবাই আমাকে খুব ভালোবাসে। আর একটা বিষয় আমি সবসময় অনুধাবন করি, আর সেটা হলো যে ম্যাচটা খেলছি এটাই হতে পারে আমার শেষ।'

You might also like!