Game

2 months ago

Lionel Messi: প্রীতি ম্যাচে জয়ী আর্জেন্টিনা, ৮০০ গোলের নয়া মাইল ফলক গড়লেন মেসি

Lionel Messi
Lionel Messi

 

বুয়েনস আইরেস, ২৪ মার্চ : কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় যার হাত ধরে হয়েছিল, সেই লিওনেল মেসি এবার নতুন রেকর্ড গড়লেন। এই মুহূর্তে লিওনেল মেসির ঝুলিতে ৮০০ গোল। জানা গিয়েছে, পানামার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মেসি ৮০০র মাইল ফলকে পৌঁছে যান। আর্জেন্টিনা ২-০ ব্যবধানে যেতে। ম্যাচ শুরুর ৮৯ মিনিটের মাথায় মেসি গোল দেন ফ্রি কিক থেকে। ফুটবল জীবনে ক্লাব ও দেশ মিলিয়ে মেসি তার ৮০০ গোল সম্পন্ন করলেন।

প্রসঙ্গত, গত শনিবার ফরাসি লীগে নান্তেসের বিরুদ্ধে পিএসজির হয়ে মেসি ৭৯৯ তম গোলটি করেন। মেসির সামনে এই মুহূর্তে রয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । মেসির গোলসংখ্যার এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিক্স অনুযায়ী। আপাতত বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির নাম ফুটবল ইতিহাসে কবে উঠবে, সেই অপেক্ষায় আপামর ফুটবলপ্রেমী জনতারা।

You might also like!