Game

1 week ago

Lionel Messi:মেসি এখন নজর দিয়েছেন হলিউডে

Lionel Messi
Lionel Messi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি এখন নজর দিয়েছেন হলিউডে। নিজের জন্মস্থানের নামে খুলেছেন প্রযোজনা সংস্থা ‘৫২৫ রোসারিও’। ‘স্মাগলার এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা সংস্থার সঙ্গে তিনি কাজ শুরু করেছেন।

মেসির এই প্রযোজনা সংস্থা সিনেমা থেকে তথ্যচিত্র, পারিবারিক বিনোদন, টিভির অনুষ্ঠান, বাণিজ্যিক ও ক্রীড়া অনুষ্ঠানগুলোর মতো বিষয়গুলো নিয়ে কাজ করবে।

মেসি বলেছেন, "খেলার মাঠ ছাড়া বিনোদন জগতও আমার পছন্দের একটা জায়গা। প্রযোজনা সংস্থা তৈরি করতে পেরে আমি খুবই আনন্দিত।আগামী দিনে এই সংস্থাকে অনেক বড় করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।"

You might also like!