Game

4 days ago

Ballon d'Or 2024 : ব্যালন ডি'অর : ২০০৩ সালের পর মনোনয়ন পেলেন না মেসি ও রোনাল্ডো

Lionel Messi and Cristiano Ronaldo (symbolic picture)
Lionel Messi and Cristiano Ronaldo (symbolic picture)

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন এবারের ব্যালন ডি’অর-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। ৩০ জনের এই সংক্ষিপ্ত তালিকায় গতবার জায়গা হারিয়েছিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার জায়গা পেলেন না রেকর্ড ৮ বারের জয়ী মহাতারকা লিওনেল মেসি। ২০০৩ সালের পর এই প্রথম এই দুই মহাতারকা মনোনয়ন পেলেন না।

২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত মাত্র দু'বার এই দু'জন পাননি ব্যালন ডি’অর। ২০১৮ সালে লুকা মদরিচ ও ২০২২ সালে করিম বেনজেমা পেয়েছিলেন এই পুরস্কার। মেসি ও রোনাল্ডোকে ছাড়াই নতুন ফুটবল বিশ্বের পদযাত্রা শুরু হল। এ বছর নতুন কারোর হাতে উঠবে সোনালী গোলকটি। ব্যালন ডি’অর ২০২৪ এর জন্য মনোনীত ৩০ পুরুষ ফুটবলার-এমিলিয়ানো মার্তিনেজ, জুড বেলিংহাম, ফিল ফোডেন, ফেডেরিকো ভালভার্দে, রুবেন দিয়াস,

আর্লিং হালান্ড, নিকো উইলিয়ামস, গ্রানিত শাকা, আরতেম ডোভবিক, টনি ক্রুস,ভিনিসিয়ুস জুনিয়র, দানি ওলমো, ফ্লোরিয়ান উইর্টজ, মারটিন ওডেগার্ড, ম্যাট হামেলস,কোল পালমার, হ্যারি কেইন, রদ্রি, ডেকলান রাইস, ভিতিনহা, লামিন ইয়ামাল, দানি কারভাহাল, উইলিয়াম সালিবা, বুকায়ো সাকা, হাকান কালহানগলু, কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুদিগার, আদেমোলা লুকম্যান, আলেহান্দ্রো গ্রিমালডো এবং লাউতারো মার্তিনেজ।


You might also like!