Game

5 days ago

England white ball cricket coach : এবার সাদা বলের ক্রিকেটেও ইংল্যান্ডের কোচ হলেন ম্যাকালাম

white ball coach McCullum (symbolic picture)
white ball coach McCullum (symbolic picture)

 

লন্ডন, ৪ সেপ্টেম্বর : পর পর দু’টি বিশ্বকাপে ব্যর্থতার পর ইসিবি কর্তারা জুলাই মাসে বরখাস্ত করেছেন সাদা বলের কোচ মটকে। মটের দায়িত্বটা এবার ম্যাকালামকেই দেওয়া হল। ২০২২ সাল থেকে ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্বে আছেন ম্যাকালাম। অর্থাৎ লাল বলের পাশাপাশি এবার সাদা বলের ইংল্যান্ডের কোচ হলেন ব্রেন্ডন ম্যাকালাম। মঙ্গলবার রাতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)–র সঙ্গে নতুন চুক্তি সই করেছেন ম্যাকালাম। নতুন চু্ক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্বে থাকবেন ম্যাকালাম। ম্যাকালাম দায়িত্ব নেবেন ২০২৫ সালের জানুয়ারি থেকে।


You might also like!