Game

4 weeks ago

Kylian Mbappe : এমবাপের গোলে আবারও শীর্ষে রিয়াল

Kylian Mbappe (symbolic picture)
Kylian Mbappe (symbolic picture)

 

প্যারিস, ২০ অক্টোবর : লা লিগায় হেতাফের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপে। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আবার ফিরে পেল আলোনসোর দল।পুরো ম্যাচে আধিপত্য থাকা সত্ত্বেও রিয়াল প্রথম হাফে গোল করতে ব্যর্থ হয়। ৯টি শট নিয়েও গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় হেতাফের।

ম্যাচের ৪৪ ও ৮৪ মিনিটে হেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। ফলে এই হাফে নয় জনের দল নিয়ে খেলতে হয় তাদের। হেতাফের গোল হজম করে দ্বিতীয় হাফের ৩ মিনিটে। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপে।৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সিলোনা।

You might also like!