পিএসজি, ১২ মে: পিএসজির সেরা পারফরমার কিলিয়ান এমবাপে।ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। পিএসজি ছেড়ে চলে যাচ্ছেন।তবে কোথায় যাচ্ছেন তা এখনো তিনি এখনও না জানালেও তার গন্তব্যস্থল যে রিয়াল মাদ্রিদ হচ্ছে এটা সকলেরই জানা হয়ে গেছে। তার চলে যাওয়ার পর সামগ্রিকভাবে দলটির পারফরম্যান্সের উপর প্রভাব পড়তে পারে। তবে, কোচ লুইস এনরিকে আশাবাদী দলের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। বরং স্প্যানিশ কোচ বলছেন দল আরও ভালো হয়ে উঠবে। সেই সঙ্গে এই অভিজ্ঞ কোচের মতে, সময়ের সেরা ফুটবলারদের একজনের এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। শনিবার প্রথম সংবাদ সম্মেলনে এসে এনরিকে এই কথাগুলি বলেছেন।